ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশে আঘাত আনতে পারে। তাই গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অদ্য ১৩/৫/২০২৩খ্রিঃ রোজ শনি বার দুপুর 2টা ৫নং চর জুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ খসরু এর সভাপতিত্বে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে সভাপতি সাহেব ঘূর্ণিঝড় মোখার প্রাপ্ত তথ্যর অলোকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। উপস্থিত সকলের মাঝে বক্তব্য রাখেন সিপিপি দলনেতা জনাব রহিম উল্যাহ , হামিদা আক্তার, সাংবাদিক আহসান হাবিব, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, মোঃ মোস্তফা, অজিউল্যা, আক্তার হোসেন, ও অন্যান্য।
সভাপতি সাহেব সভার মতামতের ভিত্তিতে সিন্ধান্তদেয় ক) ইউনিয়নের সকল আশ্রয়ন কেন্দ্র খোলা আছে।, খ) ইউনিয়ন সকল সিপিপি এর সাথে গ্রামপুলিশ , বিট পুলিশ, ইউপি সদস্যরা একসাথে কাজ করবে। গ) সবার মোবাইল নাম্বার ২৪ঘন্টা খোলা রাখবে। ঘ) যদি ঘূর্ণিঝড় মোখা আক্রমন করে তাতে সেন্টারে শুকনা খাবার , পানি, মোমবাতি ব্যবস্থা আছে। ঙ) ২৪ঘন্টা উপজেলা নির্বাহী অফিসার ও পিআইও সাথে যোগাযোগ থাকবে, এবং UNO স্যারের নির্দেশনার আলোকে পরর্বতী ব্যবস্থা গ্রহন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস